নগরীর খুলশী থানাধীন জিইসি মোড়ে বাস থেকে নামার সময় অজ্ঞাত ৬০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার পরিদর্শক ও চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সাদিকুর রহমান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাসের হেলপার মো. মাসুদ ওই নারীকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। তখন তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তিও করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মৃত্যুবরণ করা নারীর পরিচয় গত রাত সাড়ে ১০টার সময়ও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে সাদিকুর রহমান আরো বলেন, আমরা খোঁজখবর নিচ্ছি। স্বজনদের খোঁজ পেলে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।