বাল্যবিবাহ রোধ হলে নারীর স্বাস্থ্যঝুঁকি কমবে

| বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

উষা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী হেলথ ক্যাম্পেইনের অংশ হিসেবে গত মঙ্গলবার ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে এক নারী সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, প্রচলিত আইনে বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ হলেও আমাদের দেশে পারিবারিক ও সামাজিক আগ্রহে এখনো বাল্যবিবাহ হয়।

কারণ আইন বাস্তবায়নে কার্যকর তদারকির ব্যবস্থা নেই। এজন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনা। বর্তমানে নারীরা হেপাটাইটেস বি, লিভার ভাইরাস, জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বাল্যবিবাহ রোধ করতে পারলে নারীদের স্বাস্থ্যঝুঁকি অনেকাংশেই কমে যাবে।

এজন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ও খাদ্যাভ্যাসের উপর জোর দিতে হবে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার পূর্ণিমার সভাপতিত্বে অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলার হুরে আরা বিউটি। সংগঠনের সমন্বয়কারী ইয়াছিন মনজুরের পরিচালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন হেপা কমিউনিটি হেলথ প্রোগ্রামের সমন্বয়কারী ডা. মোহাম্মদ নাজমুল করিম। বক্তব্য রাখেন ডা. রেহেনা পারভিন জুঁই, কোহিনুর বেগম, হোসনে আরা বেগম ও নিশিতা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপরাজেয় ৯৪-এর পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধসূচনা সাংস্কৃতিক গোষ্ঠীর শ্রাবণ-সন্ধ্যা