বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের প্রশিক্ষণ

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলার ‘মাস্টার ট্রেইনার পুল’ গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মাস্টার ট্রেইনার পুলের সদস্যদের নিয়ে দুইদিনব্যাপী একটি ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে এই প্রশিক্ষণ ওরিয়েন্টেশনের আয়োজন করে ইপসা। এতে মাস্টার ট্রেইনার পুলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাধবী বড়ুয়া, চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা, পটিয়ার সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, সহকারি কমিশনার নাঈমা ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ইপসার উপপরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘কমবেটিং আর্লি ম্যরেজ ইন বাংলাদেশ’ প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী মো. ওমর শাহেদ হিরো। উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার, প্রোগ্রাম অ্যাসোসিয়েট রুবাইয়্যাৎ বিনতে হেলাল, মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন অফিসার সৈয়দ মোহন উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেট আবুল কালাম আজাদ
পরবর্তী নিবন্ধস্বাধীন বাংলা বেতার কেন্দ্র চত্বরে সুবর্ণজয়ন্তী ২৯ ডিসেম্বর