খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল কাদের চৌধুরী মারা গেছেন। রোববার (২৮ জানুয়ারি) দুুপুরে খাগড়াছড়ি জেলা সদরের হাসপাতাকে সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিকেলে তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তানভীর হাসান জানান ,‘বালুবাহী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত মোটরসাইকেল আরোহী নুরুল কাদের চৌধুরীকে প্রাথমিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে বিকেল ৫ টার দিকে তার মৃত্যু হয়।’
ওসি জানান, দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে। জব্দ করা হয় ট্রাক্টর।
এদিকে নুরুল কাদের চৌধুরীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।