হাটহাজারীর বালুখালী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষা সমগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে সংগঠন চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিংকু বড়ুয়া। সভার উদ্বোধন করেন গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল, প্রধান বক্তা ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্সীস মন্ডল, শিমুল মুহুরী, আবু মোহাম্মদ ফোরখান, দিদারুল আলম চৌধুরী প্রমুখ।