টেকনাফে এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ মোহাম্মদ ইদ্রিস (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একদল পুলিশ (ওসি অপারেশন) খোরশেদ আলমের নেতৃত্বে, এসআই নকিবুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স সদরের হাবির পাড়া এলাকায় আসামির অস্থায়ী বসতবাড়িতে অভিযান চালিয়ে নিজ শয়ন কক্ষে বালিশের নিচ হতে উল্লেখিত মাদক সহ তাকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান আরো জানান, আটককৃত আসামি ও জব্দ কৃত মাদক সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আসামিকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।