বালিতে জি২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন

| শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জি২০ সম্মেলনে যে বিশ্বনেতারা জড়ো হবেন, তাদের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থাকছেন না বলে জানিয়েছেন রাশিয়া ও ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া এ সম্মেলনে পুতিনের বদলে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন, বৃহস্পতিবার কর্মকর্তারা এমনটাই বলেছেন বলে জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট জি২০ সম্মেলনের একটি বৈঠকে ভার্চুয়ালি যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার সমুদ্র ও বিনিয়োগ বিষয়ক সমন্বয়কারী মন্ত্রীর মুখপাত্র জোডি মাহারদি। খবর বিডিনিউজের।
ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে বহিষ্কার এবং পুতিনকে বালি সম্মেলনে আমন্ত্রণ না জানাতে এ বছরের জি-২০ সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়ার ওপর ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর ব্যাপক চাপ থাকলেও জাকার্তা তা ভালোভাবেই সামলেছে। তারা বলেছে, সদস্য দেশগুলোর ঐকমত্য ছাড়া রাশিয়াকে বহিষ্কার করার এখতিয়ার তাদের নেই। পুতিন যে আগামী সপ্তাহের বালি সম্মেলনে যোগ দিচ্ছেন না তা ইন্দোনেশিয়ায় রাশিয়ার দূতাবাসের এক মুখপাত্রও নিশ্চিত করেছেন, তবে এ প্রসঙ্গে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু সারাতে ছাগলের দুধ! প্রতি লিটার ৮০০ টাকা!
পরবর্তী নিবন্ধরাজা চার্লস ও ক্যামিলার দিকে ডিম নিক্ষেপ, একজন আটক