বালি বোমা হামলার ‘মাস্টারমাইন্ড’ বশির কারামুক্ত

| শনিবার , ৯ জানুয়ারি, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার বালিতে ১৯ বছর আগে নাইটক্লাবে বোমা হামলার ‘মাস্টারমাইন্ড’ খ্যাত আবু বকর বশির জেলখানা থেকে ছাড়া পেয়েছেন। তার পরিবারের সদস্যরা শুক্রবার স্থানীয় সময় সকালে জাকার্তার বাইরের এক কারাগার থেকে তাকে তুলে নেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
৮২ বছর বয়সী বশির একসময় জেমায়াহ ইসলামিয়ার (জেআই) প্রধান ছিলেন; মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার কর্মকাণ্ডে অনুপ্রাণিত জেআই ২০০২ সালে বালিতে নাইটক্লাবে হামলা চালিয়ে ২০২ জনের প্রাণ কেড়ে নিয়েছিল। ছাড়া পাওয়া বশির এখন উগ্রবাদবিরোধী এক কর্মসূচিতে ঢুকবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ১৯ বছর আগে বালিতে হওয়া ওই বোমা হামলায় ২১টি দেশের নাগরিক নিহত হয়েছিল; ওই ঘটনা এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় হওয়া সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা। বশিরের ছাড়া পাওয়ার খবর ইন্দোনেশিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ায়ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বালি হামলায় নিহতদের বেশিরভাগই ছিলেন অস্ট্রেলীয়। যে মামলার সাজা খেটে বশির কারামুক্ত হয়েছেন, সেটি বালি হামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়। রক্ষণশীল আচেহ প্রদেশে জঙ্গি প্রশিক্ষণে পৃষ্ঠপোষকতা দেওয়ার মামলায় অভিযুক্ত বশিরের কপালে ২০১১ সালে ১৫ বছরের কারাদণ্ড জুটেছিল; পরে ওই সাজা কমে আসে। সাজার মেয়াদ শেষ হওয়ার পরই শুক্রবার তিনি ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধটয়লেটে ৫ ঘণ্টা আটকে ছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান
পরবর্তী নিবন্ধক্যাপিটলে দাঙ্গায় নিহত নারী মার্কিন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা