বালি দিয়ে কৃষি জমি ভরাট, হাটহাজারীতে ২ লাখ টাকা জরিমানা

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৮:০৫ অপরাহ্ণ

হাটহাজারীতে বালি দিয়ে কৃষি জমি ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ৮নং মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত এলাকার চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ইছাপুর বাজারের পশ্চিমে রাস্তার উত্তর পাশে বালি দিয়ে কৃষি জমি ভরাট করছেন এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা পাওয়ায় উপজেলার উত্তর মেখল এলাকার সামাদ আলী তালুকদার বাড়ির মনির আহমদের পুত্র ফখরুল ইসলামকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ জরিমানা করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবু রায়হান উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, “কৃষি জমি সুরক্ষা ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা রয়েছে। সে মোতাবেক হাটহাজারীতে বিভিন্ন সময় মাইকিং করা হয়েছে ও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ অভিযানটিও তার অংশ। কৃষি জমি সুরক্ষা ও মহাসড়ক নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।”

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরকে ভিত্তি করে সুনীল অর্থনীতি বিনিয়োগ ও প্রবৃদ্ধি অর্জনের নতুন সম্ভাবনাময় খাত
পরবর্তী নিবন্ধলঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত, চট্টগ্রামে বৃষ্টির আভাস