বালকে বাঘাইছড়ি, বালিকায় রাজস্থলী উপজেলা চ্যাম্পিয়ন

রাঙামাটিতে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৮ পূর্বাহ্ণ

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব১৭ রাঙ্গামাটি জেলা পর্যায়ের ফাইনাল খেলা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বালক বিভাগে রাঙ্গামাটি সদর উপজেলাকে টাইব্রেকারে ৪২ গোলে পরাজিত করে বাঘাইছড়ি উপজেলা রাঙ্গামাটি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা বিভাগে কাউখালী উপজেলাকে ৩০ গোলে পরাজিত করে রাজস্থলী উপজেলা রাঙ্গামাটি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বালকদের ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্ধারিত খেলায় কোন দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। তবে বালিকাদের খেলায় কাউখালী উপজেলা কোন প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় রাজস্থলী উপজেলা একক আধিপত্য বিস্তার করে খেলায় জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন। এই টুর্নামেন্টে রাঙ্গামাটির ১০টি উপজেলা এবং ১টি পৌরসভা অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধএবিটস টাইগার গোল্ডকাপ ফুটবলে সেমিতে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি