লা লিগার মহাগুরুত্বপূর্ণ ক্লাসিকোর রেফারি চূড়ান্ত হয়েছে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আসছে ম্যাচের মূল রেফারির দায়িত্বে থাকবেন আলেহান্দ্রো এর্নান্দেস এর্নান্দেস। বার্সেলোনার মাঠে আগামী রোববার বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় শুরু হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই, যে ম্যাচকে অনেকে দেখছে ‘শিরোপা নির্ধারক’ হিসেবে। লিগের আসছে ৩৫তম রাউন্ডের সব ম্যাচের রেফারিদের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ছয় বছরের মধ্যে প্রথম ও সব মিলিয়ে পঞ্চমবার ক্লাসিকো পরিচালনা করবেন ৪২ বছর বয়সী এর্নান্দেস। তার আগের চারটি ক্লাসিকোর সবশেষ দুটি ড্র হয়, বার্সেলোনা ও রেয়ালের জয় একটি করে। প্রথমবার ক্লাসিকোয় দায়িত্বে ছিলেন তিনি ২০১৫–১৬ মৌসুমে, কাম্প নউয়ে লা লিগায় রেয়ালের ২–১ গোলে জেতা ওই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন দলটির ডিফেন্ডার সের্হিও রামোস। দ্বিতীয় ক্লাসিকো পরিচালনা করেন তিনি পরের মৌসুমে সান্তিয়াগো বের্নাবেউয়ে, লিগের ওই ম্যাচে যোগ করা সময়ে লিওনেল মেসির গোলে ৩–২ ব্যবধানে জেতে বার্সেলোনা। সেদিনও লাল কার্ড দেখেছিলেন রামোস। এর্নান্দেসের পরের দুটি ক্লাসিকো সমতায় শেষ হয়। ২০১৮ সালে কাম্প নউয়ে লিগে ২–২ ড্র ম্যাচে তিনি লাল কার্ড দেখান বার্সেলোনার সের্হি রবের্তোকে। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে টানা চার মৌসুমে একটি করে ক্লাসিকো ম্যাচ পরিচালনা করার পর আবার এই হাইভোল্টেজ লড়াইয়ের দায়িত্ব পালন করতে যাচ্ছেন এর্নান্দেস। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। বাকি আছে আর চার রাউন্ড। এই ম্যাচের আগে রেফারিং বিতর্ক ছিল তুঙ্গে। রেফারিদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করে রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভির ধারাবাহিকভাবে প্রকাশিত ভিডিওর পাল্টা সমালোচনা করেন ফাইনালের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গনসালেস ফুয়ের্তেস। ম্যাচের আগের দিনের ওই ঘটনায় দুজনকে ফাইনাল থেকে অপসারণের দাবি রিয়াল জানালেও, তা খারিজ করে দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।