চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের গতকালের দুটি খেলাই পরিত্যক্ত হয়ে গেছে বৃষ্টির কারণে। ফলে চার দলই এক পয়েন্ট করে পেয়েছে। আর তাতে লিগের সুপার ফোর পর্বে এবং রেলিগেশন পর্বে খেলবে কোন আটটি দল তা নিশ্চিত হয়ে গেছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে ছিল পিডিবি আর সি এবং ইয়ং স্টার ক্লাবের মধ্যকার ম্যাচ। আর সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে ছিল বার্ডস স্পোর্টিং ক্লাব এবং মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবের মধ্যকার ম্যাচ। দুটি ম্যাচই পরিত্যক্ত হওয়ায় সুপার ফোর পর্বের চারটি দল নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ পর্ব শেষে ‘এ’ গ্রুপ থেকে সর্বাধিক ১৮ পয়েন্ট নিয়ে সুপার ফোর পর্বে গেছে পাথরঘাটা দুর্বার ক্রীড়া ও সাস্কৃতিক গোষ্ঠী এবং ১৩ পয়েন্ট নিয়ে গেছে কোয়ালিটি ব্লুজ। ‘বি’ গ্রুপ থেকে গেছে সর্বাধিক ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা বার্ডস স্পোর্টিং ক্লাব এবং ১১ পয়েন্ট নিয়ে ইয়ং স্টার ক্লাব। এই গ্রুপে বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবের পয়েন্টও সমান ১১। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় ইয়ং স্টার ক্লাব গেছে সুপার ফোর পর্বে। আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচ। যেখানে মুখোমুখি হবে পাথরঘাটা দুর্বার ক্রীড়া ও সাস্কৃতিক গোষ্ঠী এবং ইয়ং স্টার ক্লাব। এদিকে গ্রুপ পর্ব শেষে রেলিগেশন পর্বে খেলতে হচ্ছে যথাক্রমে লিটল ব্রাদার্স, এলিট পেইন্ট, ওপিএ এবং মাদারবাড়ি মুক্তকন্ঠকে। ‘এ’ গ্রুপ থেকে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিটল ব্রাদার্স এবং ৬ পয়েন্ট নিয়ে ওপিএ রেলিগেশন পর্বে খেলছে। ‘বি’ গ্রুপ থেকে এলিট পেইন্ট ৭ পয়েন্ট নিয়ে রেলিগেশনে খেললেও মাদারবাড়ি মুক্তকন্ঠ কোন পয়েন্ট পায়নি। ফলে তাদের রেলিগেটেট হওয়ার সম্ভাবনা বেশি। আগামীকাল শুরু হবে রেলিগেশন পর্ব। যেখানে এই পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিটল ব্রাদার্স এবং মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাব। আগামী ২০ জুন শেষ হবে রেলিগেশন পর্ব। অপরদিকে আগামী ২২ জুন পাথরঘাটা দুর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী এবং বার্ডস স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে দ্বিতীয় বিভাগ লিগের সুপার ফোর পর্ব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইয়ং স্টার ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ৩৪ ওভারে ৬ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে। সে অবস্থায় বৃষ্টি শুরু হলে আর মাঠে গড়াতে পারেনি খেলা। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। অপরদিকে মহিলা কমপ্লেক্স মাঠে প্রথমে ব্যাট করতে নামা বার্ডস স্পোর্টিং ক্লাব ৪.৩ ওভারে এক উইকেটে ২৭ রান করার পর বৃষ্টির শুরু হলে আর ম্যাচটি গড়ায়নি মাঠে। ফলে দুদলকে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়।