বারৈয়াঢালায় ২ হাজার শীতার্তকে কম্বল প্রদান

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

বারৈয়াঢালা আ. লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে শীতার্তদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকালে বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজী, সাইফুল ইসলাম, ইমতিয়াজ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএকাধিক স্বপ্নের অপমৃত্যু
পরবর্তী নিবন্ধমুক্তকন্ঠ গ্রীণের শীতবস্ত্র বিতরণ