বারবার শ্যালিকার বিয়ে ভেঙে দিচ্ছিলেন দুলাভাই

শ্বশুরের মামলার পর গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৪:৪৪ পূর্বাহ্ণ

বাঁশখালীতে শ্যালিকার সঙ্গে অনৈতিক সম্পর্ক ও মুঠোফোনে অশ্লীল ছবি এবং ভিডিও ধারণ করে বারবার বিয়ে ভেঙে দিচ্ছিলেন দুলাভাই। বাধ্য হয়ে শ্বশুর মামলা করেন জামাতার বিরুদ্ধে। শ্বশুরের মামলায় গ্রেপ্তার হন জামাতা। এসময় তার ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করা হয়। গতকাল শনিবার সকালে সরল ইউনিয়নের মিনজিরিতলা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আব্দুল আজিজ (৩২) সরল ইউনিয়নের মিনজিরিতলা গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।

যোগাযোগ করা হলে বাঁশখালী থানার এসআই রাজীব পোদ্দার বলেন, আব্দুল আজিজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আব্দুল আজিজ বাদীর বড় মেয়ের জামাই। ওই মামলায় সাক্ষী করা হয় আজিজের স্ত্রী ও শাশুড়িকে। মামলার পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুল আজিজ বিয়ের পর থেকে বেপরোয়া জীবনযাপন করতেন। ইয়াবাসহ একবার গ্রেপ্তার হলেও শ্বশুরবাড়ির লোকজন তাকে জামিনে এনে পৌরসভার উত্তর জলদি হাড্ডি মার্কেট এলাকায় ভাড়া বাসায় রাখেন। শ্বশুরবাড়ি উত্তর জলদী ভাদালিয়া হলেও তারাও পৌরসদরের একই জায়গায় বসবাস করতেন। এই সুযোগে শ্যালিকার সঙ্গে অনৈতিক সম্পর্ক তৈরি করেন আজিজ। সুযোগ বুঝে নিজ মুঠোফোনে শ্যালিকার অশ্লীল ছবি এবং ভিডিও ধারণ করে রাখেন। কোথাও তার বিয়ে ঠিক হলে সেসব ছবিভিডিও দেখিয়ে বারবার বিয়ে ভেঙে দেন তিনি। আজিজকে একাধিকবার এসব না করার অনুরোধ করেন শ্বশুরশ্বাশুড়ি। কিন্তু তিনি কারো কথা শুনছিলেন না। সর্বশেষ শনিবারও একই ঘটনা করলে শ্বশুর থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে আব্দুল আজিজকে আটক করে। এসময় তার কাছে থাকা শ্যালিকার অশ্লীল ছবি এবং ভিডিওসহ মোবাইল ফোন জব্দ করে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিগোজিনের ‘ইউ টার্ন’
পরবর্তী নিবন্ধসাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বড় একটি অংশের অসন্তোষ