বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৫৮ বছরপূর্তি ও ১ম পুনর্মিলনী গত ১ জুলাই প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ এস এম বজলুর রশীদ মিন্টু। এ উপলক্ষে এক শোভাযাত্রা স্কুল প্রাঙ্গন থেকে শাহ মজিদিয়া মার্কেট পর্যন্ত প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। তিনি বলেন, অবহেলিত সাতকানিয়া– লোহাগাড়া জনপদে তিনি অনেক উন্নয়ন কর্মযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবন সমপ্রসারণ এবং শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত খেলার মাঠ উন্নয়নেও বরাদ্দ দেয়া হবে।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। তৃতীয় অধিবেশনে সম্মানিত অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব। তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন বরাদ্দ দেন। প্রতিটি অধিবেশনে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।উপস্থিত ছিলেন এম ইদ্রিস,কুতুব উদ্দীন চৌধুরী, সদর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষা ও সমাজ সেবায় অবদান রাখায় জীবিত ও মরণোত্তর মিলিয়ে প্রায় ৫০জন শিক্ষক ও ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।