বারইয়ারহাটে হার্ডওয়ার দোকানে অগ্নিকাণ্ড

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বারইয়াহাটে একটি হার্ডওয়ার দোকানে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুরো দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার রাত ১১টায় জমিদার প্লাজাস্থ এরাবিয়ান এন্টারপ্রাইজ নামক দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, আনুমানিক রাত ১১টায় ওই হার্ডওয়ার দোকনে আগুন লাগে। দোকানে অন্যান্য পণ্যের পাশপাশি গ্যাস ভর্তি সিলিন্ডারও বিক্রি করা হত। সবাই আতংকে ছিল এতে ভয়াবহতা আরো বেড়ে যায় কিনা।
ক্ষতিগ্রস্ত দোকানি নিজাম উদ্দিন বলেন, আগুনে আমার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ভয়ে কোনো মালামাল উদ্ধার করতে পারিনি। এতে আমার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তানভীর আহাম্মেদ জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পার্শ্ববর্তী দোকানগুলো এই অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় স্বেচ্ছাশ্রমে সড়কের পার্কিং জোন সংস্কার
পরবর্তী নিবন্ধমানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী আয়োজন