ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়ায় একটি ট্রাক টার্মিনাল থেকে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে মোকতার হোসেন (৫০), খোকন (৪০), সুমন (৩৫) ও ইব্রাহীম (৩৪) নামে চারজনকে আটক করা হয়।
সীতাকুণ্ড থানা পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নির্মাণ করা ট্রাক টার্মিনালটিতে প্রতিদিন চলে জুয়ার আসর। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, দীর্ঘদিন ধরে তাদেরকে আমরা ফলো করছি। গতকাল বিকালে তাদেরকে আটক করা হয়েছে।