বায়েজিদের ওসিসহ ৬ জনের বিরুদ্ধে করা সাজ্জাদের স্ত্রীর মামলা খারিজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানার ওসি, দুই এসআইসহ ৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নার করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গত রোববার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ আদেশ দেন। গতকাল মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। আদালতের বেঞ্চ সহকারী মনির হোসেন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ১৫ জানুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলার আবেদন করেন সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার। মামলায় বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমান, এসআই জগৎজ্যোতি দাস, মনিরুল ইসলাম, সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা, জাবেদ ও আনিকা ইসলামকে আসামি করা হয়।

মামলার আরজিতে বলা হয়, গত ৫ ডিসেম্বর ভোরে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করতে নগরের অঙিজেন মিরপাড়া হাউজিং সোসাইটির ইউনূস টাওয়ারের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সাজ্জাদকে না পেয়ে তামান্নাকে নারী পুলিশ ছাড়া আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে পেটে লাথিসহ মারধর করা হয়।

উল্লেখ্য, ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে মিছিল থেকে রেস্তোরাঁ ভাঙচুর, কিশোর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধব্যবসায়ীদের অনীহা, ৬ বছর ধরে বন্ধ এডিআর কার্যক্রম