বায়েজিদে পাহাড় কাটা চলছে দিনে-রাতে

অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে রাতে দিনে পাহাড় কাটা চলছে বায়েজিদ বোস্তামী এলাকায়। পুলিশের কার্যক্রম না থাকার সুযোগ নিয়ে সংঘবদ্ধ এবং প্রভাবশালী একটি চক্র স্কেভেটর দিয়ে পাহাড় সাবাড় করছে। ওই জায়গায় প্লট করার উদ্যোগ নেয়া হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর কলাবাগান এলাকায় জনৈক আরিফ নামের এক ব্যক্তির নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র গত কয়েকদিন ধরে পাহাড় কাটছে। রাতে দিনে পাহাড় কেটে মাটি সরিয়ে নেয়া হচ্ছে। প্রায় তিন একর আয়তনের বিশাল পাহাড়টির বেশ কিছু অংশ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে। এখানে প্লট করে বিক্রি করা হবে বলেও স্থানীয়দের জানানো হয়েছে।

এলাকাবাসী গতকাল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পুলিশসহ প্রশাসনের কার্যক্রম না থাকার সুযোগে পাহাড়গুলো সাবাড় করা হচ্ছে। তারা আগেও পাহাড় কেটেছে। তবে আগে লুকিয়ে কাটলেও গত কদিন ধরে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে কাটা হচ্ছে।

স্থানীয়রা বলেন, আমরা খবরটি দেয়ার মতো কাউকে পাচ্ছি না। পুলিশের মোবাইল বন্ধ। তাদের কোনো কার্যক্রমও নেই। পরিবেশ অধিদপ্তরের পরিচালকসহ অনেককে ফোন করা হলেও কাউকে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে গতরাতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাসের ফোনে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। গতরাতে যখন এই রিপোর্ট লেখা হচ্ছিল তখনো পাহাড়টি কাটা চলছে বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধচবির প্রধান ফটক ও ভিসির বাসভবনে তালা
পরবর্তী নিবন্ধসাবেক সংসদ সদস্য এম এ লতিফ আটক