চট্টগ্রামে নগরে ১২৫ পিচ ইয়াবাসহ মোহাম্মদ ইউছুফকে (৩৫) আটক করেছে বায়েজিদ থানা পুলিশ।
বুধবার (৩১ জানুয়ারি) থানা সূত্র জানায়, মঙ্গলবার অভিযান চালিয়ে নগরীর বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র আরও জানায়, বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া তুফানী রোড কাশেম ভবন সিরাজের কলোনির সামনে চলাচলের রাস্তার উপর থেকে মোহাম্মদ ইউছুফকে আটক করেন এবং এরপর তার হেফাজত থেকে ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মোহাম্মদ ইউছুফ নগরীর বায়েজিদ থানাধীন আমিন নগর চালিতাতলতে। সে নুর উদ্দিন কোম্পানী বাড়ির মুন্সি মিঞা ছেলে।
বায়েজিদ বোস্তামি থানা ওসি সনজয় কুমার সিনহা বলেন, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।