টানা বৃষ্টিতে বায়েজিদ–ফৌজদারহাট লিংক রোডে পাহাড় ধসে পড়েছে। এতে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প ব্যবস্থায় যানবাহন চলাচল করলেও পাহাড় ধসের ঘটনার পর ওই রাস্তায় যান চলাচল একেবারে কমে গেছে। গতকাল শনিবার ভোরে সড়কটির ৬ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। তবে ভোরে না হয়ে দিনে বা রাতের অগ্রভাগে এ ধসের ঘটনা ঘটলে প্রাণহানী হতো বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সিডিএর দায়িত্বশীল একটি সূত্র জানায়, বৃষ্টির কারণে ফৌজদারহাট–বায়েজিদ লিংক রোডের পাশে কাটা একটি পাহাড়ের বেশ কিছু অংশ ধসে পড়ে। বায়েজিদ থেকে ফৌজদারহাটগামী লেনের ওপর পড়ার ফলে রাস্তাটির ওই অংশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ওই রাস্তার গাড়িগুলোকে পাশের লেন দিয়ে চলাচলের পথ করে দেয়া হয়েছে। রাস্তা থেকে ধসে পড়া পাহাড়ের মাটিও সরানোর কাজ চলছে। দুয়েকদিনের মধ্যে সব মাটি সরিয়ে নেয়া সম্ভব হবে বলে সিডিএর সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান।
উল্লেখ্য, বায়েজিদ বোস্তামীর শের শাহ বাংলাবাজার থেকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটি নির্মাণে কাটা হয়েছিল ১৬টি পাহাড়। দুই পাশে ৯০ ডিগ্রি খাড়া করে পাহাড়গুলো কাটা হয়। উত্তর পাহাড়তলী মৌজা, হাটহাজারীর জালালাবাদ মৌজা এবং সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর মৌজায় এসব পাহাড় কাটা হয়েছিল। ফলে বৃষ্টি হলেই এই সড়কে প্রায়ই পাহাড় ধস হচ্ছে।