আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ পাওয়া মুফতি মো. রুহুল আমিনকে কেন্দ্র করে হট্টগোল ও সংঘর্ষের ঘটনার দুই দিনের মাথায় তাকে অপসারণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার বিকালে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের আগে বায়তুল মোকাররমের বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যে ‘হাতাহাতি ও জিনিসপত্র ভাঙচুরের’ ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়েছে মসজিদের দরজা–জানালাও। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর বিডিনিউজের।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের মতো খতিব রুহুল আমিনও ‘আত্মগোপনে চলে যান’। পরে খতিবের দায়িত্ব দেওয়া হয় ওয়ালিউর রহমান খানকে। গত শুক্রবার রুহুল আমিন বায়তুল মোকাররমে ফিরলে নামাজ পড়তে আসা লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।