বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিল পুলিশ

বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দেওয়ার প্রতিবাদ

| শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দেওয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী মিছিল আটকে দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে কাকরাইল মোড়ে তাদেরকে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর বিডিনিউজের।

একপর্যায়ে পুলিশ সদস্যরা কয়েকজনকে লাঠিচার্জ করেন। পরে বিক্ষোভকারীরা কাকরাইল মোড়েই বসে পড়লে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যমুনা ঘেরাও করতে আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে রওনা দিয়েছিলেন। তারা কাকরাইল পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। সেখানেই বাম জোটের কয়েকজন নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা বলেছেন, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রামসহ দেশের বন্দরগুলো সরকার ইজারা দিয়ে দিয়েছে। এর ফলে দেশের ‘সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হলো’। সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে বেলা সোয়া ১টার দিকে সড়ক ছেড়ে দিয়ে তারা মিছিল নিয়ে চলে যান। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আজকের কর্মসূচিতে পুলিশের হামলায় কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ অনেকে আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার বিকাল ৪টায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দাবি না মানলে আগামীতে হরতালঅবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, তারা কর্মসূচি করতে চেয়েছে, কাকরাইলে তারা অবস্থান নিয়ে বক্তব্য দিয়ে চলে গেছে।

পূর্ববর্তী নিবন্ধআকাশযুদ্ধের নতুন ইতিহাস তৈরি করল তুরস্ক
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচন হবে বিশ্ব স্বীকৃত ঐতিহাসিক নির্বাচন : সালাহউদ্দিন