এলপিজি সিলিন্ডারের দাম কমানো ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল সোমবার এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কমরেড অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হাসান মারুফ রুমি, শফি উদ্দিন কবির আবিদ, আল কাদেরী জয়, উত্তম চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন,করোনায় মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ,তখন সরকার এলপিজি ও সয়াবিনের দাম বৃদ্ধির ঘোষণা দিলো। নেতৃবৃন্দ আরো বলেন, ভোগ্যপণ্যের সিন্ডিকেটের হাতে বাজার ও জনগণ জিম্মি। চাল,ডাল,সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম গত এক বছরে ৫০-৮০ ভাগ বেড়েছে। টিসিবিকে আরো সমপ্রসারিত ও কার্যকর ভূমিকায় নামানোর বদলে সরকার টিসিবি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। বক্তারা এ অবস্থায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজ গণআন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।