প্রতিদিন কমপক্ষে ১ লক্ষ করোনা টেস্ট, বিনামূল্যে সকলের করোনা চিকিৎসা ও ভ্যাকসিন নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নগরীর চেরাগী পাহাড় চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরী, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমি, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ, বাসদ জেলা কমিটির সদস্য রায়হান উদ্দিন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতার কারণে জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কে করোনায় আক্রান্ত, কে আক্রান্ত না, কে সংক্রমণ ছড়াচ্ছে তা জানা যাচ্ছে না। তাই আমরা দাবি করছি-গণহারে অর্থাৎ প্রতিদিন কমপক্ষে ১ লক্ষ করোনা টেস্ট করাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।