সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন ফাতিমা সানা। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে যখন আজ শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার প্রস্তুতি চলছিল গতকাল, সেই সময় তিনি বড় দুঃসংবাদ পান। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফাতিমার বাবা। প্রয়াত বাবার শেষকৃত্যে অংশ নিতে করাচির বিমান ধরেছেন পাক অধিনায়ক। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফাতিমার অলরাউন্ড পারফরম্যান্সেই পাক নারীরা শ্রীলংকাকে হারিয়েছিল। যেখানে আগ্রাসী ব্যাটিংয়ে ৩০ রানের ক্যামিও ইনিংসের পাশাপাশি শিকার করেছেন ২টি উইকেট। যদিও পরের ম্যাচে পাকিস্তান হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পরের দুই ম্যাচে জয়ের বিকল্প নেই। সেই অবস্থায় ফাতিমার অনুপস্থিতি পাকিস্তানের জন্য বড় ধাক্কা। টি–টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ফাতিমা পাকিস্তানের সবচেয়ে কম বয়সী (২২) অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছিলেন। প্রথম ম্যাচের পর ভারতের বিপক্ষেও পরপর জেমিমা রদ্রিগেজ ও রিচা ঘোষের দুই উইকেট নিয়ে আশা জাগিয়েছিলেন তিনি। তবে হার এড়াতে পারেনি পাকিস্তান। ফাতিমার বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। নিদা দার দায়িত্ব ছাড়ার পর পাকিস্তানের মানসিকতায় পরিবর্তন আনার চেষ্টা করেছেন অধিনায়ক ফাতিমা সানা।