বাবার ইচ্ছা পূরণের জন্যই ফিরব : সৌরভ রায়

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রয়াত শব্দসৈনিক সুজিত রায়। একসময় বাংলাদেশের সংগীত জগতে ছিল তার অবিরাম বিচরণ। অনেক স্বনামধন্য শিল্পী তার সুর ও সংগীত পরিচালনায় গান করেছেন। তিনি ২০২৩ সালের ২৩ অক্টোবর মারা যান। তাঁর একমাত্র উত্তরসূরী সৌরভ রায় জন বাবার অভাব প্রতিনিয়ত অনুভব করেন। তাকে একসময় সংগীত জগতে দেখা গিয়েছিল। এখন দেখা যায় না। এখন তিনি কী ভাবছেন বা কী করছেন? সৌরভ বললেন, ছোটবেুলা থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা। বাংলাদেশের প্রথিতযশা শিল্পী শ্রদ্ধেয় প্রবাল চৌধুরী, কাদেরী কিবরিয়া, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, আব্দুল মান্নান রানাসহ অনেককে দেখেছি। সুজিত রায়ের ছেলে সৌরভ জানান, তার গানের হাতেখড়ি অঞ্জন রায় চৌধুরীর কাছে। পরবর্তীতে সুরবন্ধু অশোক চৌধুরী ও বর্তমানে প্রত্যয় বড়ুয়া অভির কাছে তালিম নিচ্ছেন। কর্মব্যস্ততার কারণে এতদিন সাংস্কৃতিক জগতে মনোযোগী হতে পারেননি। তিনি বলেন, বাবার ইচ্ছা ছিল চাকরির পাশাপাশি গানবাজনা করি। তাই বাবার ইচ্ছা পূরণের জন্যই ফিরব। সৌরভ বলেন, গান সবাই গাইতে পারে। কিন্তু গুরুমুখী জ্ঞান আর সঠিক চর্চা এখন কজন করে? আমি স্বনামধন্য সংগীত পরিচালক সব্যসাচী রনির তত্ত্বাবধানে নিজেকে তৈরি করছি। বাবার গান নিয়ে কিছু পরিকল্পনা আছে। আসন্ন শারদীয়া দুর্গোৎসবে একক ও দ্বৈত গানের কাজ চলছে বলে জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবড় হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু বাংলাদেশ ‘এ’ দলের
পরবর্তী নিবন্ধহলিউডে অভিনয় করবেন জাহিদ হাসান!