বাবাকে দেখাতে না পারার বেদনা

নার্গিস আক্তার

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

সমাবর্তনের দিনটিকে ঘিরে অনেক স্বপ্ন ছিল বলে জানান ইসলামের ইতিহাস সমাবর্তী নার্গিস আক্তার। তিনি বলেন, সবার সঙ্গে ছবি তোলা, স্যারদের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণসবকিছুই ছিল দারুণ। কিন্তু বাবাকে পাশে না পেয়ে চোখে পানি এসেছিল। তিনি সবসময় চাইতেন আমি বিশ্ববিদ্যালয় থেকে সম্মান নিয়ে বের হই। আজ আমি তা পারলেও তাঁকে এই মুহূর্তটা দেখাতে পারলাম না। আনন্দগর্বের মাঝে এই অপূর্ণতাটুকু বুকে বিঁধে রইল। তিনি বলেন, সমাবর্তন মানেই আনন্দ, উৎসবমুখর পরিবেশ আর আমাদের দেরিতে সমাবর্তন হওয়াতে উচ্ছ্বাসটা একটু বেশিই। অনেকে তার বাবামাকে নিয়ে এসেছে, এ দৃশ্য দেখে বুকের ভিতরে হাহাকার করে উঠেছে। আমার বাবার কথা মনে পড়ে গেল। আনন্দের মাঝে আমার জন্য বেদনার মুহূর্ত তৈরি হলো।

পূর্ববর্তী নিবন্ধসবচেয়ে মূল্যবান সময়ের সিলমোহর
পরবর্তী নিবন্ধজীবনের সবচেয়ে আনন্দের দিন