আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখার ১৪১ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় এনসিসি ব্যাংকের সাবেক পরিচালক আলী ইমাম, তার বাবা মোহাম্মদ আলী ও মা জেবুন্নেছা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সাথে এনসিসি ব্যাংকে থাকা তাদের সকল শেয়ার ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অর্থঋণ মামলায় ডিক্রির পরও ঋণ পরিশোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে জারি মামলা দায়ের করা হয়। এরপরও ঋণ অপরিশোধিত থাকায় ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত আজকের (গতকাল) আদেশটি দিয়েছেন।
আদালত সূত্র জানায়, আইএফআইসি ব্যাংক ২০১২ সালে ব্যবসায়ী আলী ইমামসহ তার বাবা–মা এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান আলী এন্টারপ্রাইজের বিরুদ্ধে অর্থঋণ মামলাটি দায়ের করে। মামলায় ২০২২ সালের ৩১ আগস্ট ডিক্রি জারি করা হয়। চলতি বছর ব্যাংকের পক্ষ থেকে অর্থ জারি মামলাটি দায়ের করা হয়।