বাবা-মা’র সঙ্গে অভিমানে তরুণের আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১২:২২ অপরাহ্ণ

নগরীর আকবরশাহ এলাকায় পাড়ার সমবয়সীদের সঙ্গে ঝগড়া ও পরে বাবা-মায়ের বকা খেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে শুভ কান্তি নাথ (১৯) নামে এক তরুণ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় নগরীর আকবরশাহ থানাধীন ঈশান মহাজন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ লোহাগাড়ার আমিরাবাদ এলাকার নাথ পাড়ার রঞ্জিত কুমার নাথের ছেলে। তাদের পরিবার ঈশান মহাজন ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকে। আকবরশাহ থানার ওসি (তদন্ত) মো. আমিনুল হক জানান, সন্ধ্যায় এলাকার অন্য ছেলেদের সঙ্গে ঝগড়া হয়েছিল শুভ’র। এটা নিয়ে তার মা ও বাবা তাকে বকাঝকা করেছিল। রাত সাড়ে ৮টার দিকে তার রুমের দরজা বন্ধ দেখে তার মা ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে শুভর ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুভ আত্মহত্যা করেছে।

পূর্ববর্তী নিবন্ধস্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধসুষ্ঠু পরিকল্পনা ও যোগ্য নেতৃত্ব কমাতে পারবে নাগরিক দুর্ভোগ