বাবা নিয়ে গাইলেন কনা

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১১:৫৬ পূর্বাহ্ণ

বাবা-মেয়ের সম্পর্কের মাধুর্য নিয়ে সাজানো হয়েছে ‘রাজা-রাজকন্যা’ শিরোনামের নতুন একটি গান। ইমন চৌধুরীর সুর ও সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। এর কথা লিখেছেন জনি হক। খবর বাংলানিউজের।
গানটি ব্যবহৃত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘শেষ খেলা’ নাটকে। গত ১১ জুলাই রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে কনা বলেন, গানের কথাগুলো অসাধারণ। রেকর্ডিংয়ের পর গীতিকারকে ফোন দিয়ে প্রশংসা করেছি। ইমন চৌধুরীর কথা আর কী বলব, খুব মিষ্টি একটা সুর সৃষ্টি করেছেন তিনি। ইমন চৌধুরীর কথায়, কনা আপুর কণ্ঠ অসাধারণ লেগেছে। পরিচালক রাজ ও আমার গ্রামের বাড়ি একই জায়গায় (নরসিংদী) হলেও তার পরিচালিত নাটকে এটাই আমার প্রথম কাজ।
ঈদুল আজহার চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে এটি। এক ঘণ্টা পর থেকে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলেও নাটকটি দেখা যাবে।

পূর্ববর্তী নিবন্ধসৃজিতের সিনেমায় গাইলেন সাহানা বাজপেয়ী
পরবর্তী নিবন্ধসিএসইতে ২.৭৩ কোটি শেয়ার হাতবদল