বাফুফের স্বীকৃতি পেল রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বীকৃতি পেল রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমি। বাফুফ’র একাডেমি অ্যাক্রিডিটেশন স্কিমের অংশ হিসেবে শেখ রাসেল ফুটবল একাডেমিকে “ওয়ান স্টার” হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বাফুফে ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমির সাধারণ সম্পাদক আবদুস সবুর, সহ সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ও মো. সেলিমের হাতে সার্টিফিকেট তুলে দেন বাফুফে কর্তৃপক্ষ। এসময় বাফুফে কর্তৃপক্ষ জানায়, ফুটবল উন্নয়নমূলক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে যারা বাফুফে, এএফসি এবং ফিফা স্বীকৃত মানদন্ড অনুসরণ করে একাডেমি চালায় তাদেরকেই এই রেটিং প্রদান করা হয়।

২০২০ সালে উপজেলাব্যাপী বিশাল এক টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমির। ফুটবল টুর্নামেন্টের আয়োজন, অংশগ্রহণ ছাড়াও বয়সভিত্তিক নিয়মিত অনুশীলন কার্যক্রম চালু রেখেছে একাডেমিটি। এমরুল করিম রাশেদ প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি জানান, এই অর্জন রাঙ্গুনিয়ার জন্য গর্বের এবং শেখ রাসেলের জন্য বিশাল একটি পাওয়া। রাঙ্গুনিয়ায় ফুটবলের উন্নয়ন ও বিকাশ, নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি ও মান বৃদ্ধির লক্ষে এই একাডেমি প্রতিষ্ঠা লাভ করে।

এই অর্জনের মধ্য দিয়ে একাডেমি তার লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবল একাডেমিগুলো থেকে বাছাই করে ১২৬টি একাডেমিকে এই স্বীকৃতি দিয়েছে বাফুফে। তারমধ্যে শেখ রাসেল ফুটবল একাডেমি রাঙ্গুনিয়ার প্রথম কোন ফুটবল একাডেমি হিসেবে বাফুফে কর্তৃক স্বীকৃতি লাভ করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস বাস্কেটবল লিগের স্পন্সর এশিয়া গ্রুপ
পরবর্তী নিবন্ধশ্রীলংকায় সফর নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা