বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির পদত্যাগ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ছিল আরও এক বছর। কিন্তু কাজের পরিবেশ না থাকায় পদত্যাগ করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। গতকাল শনিবার বাফুফেতে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে গতকাল স্মলি বলেন, ‘আমি গত প্রায় দেড় মাস যাবত সভাপতির সঙ্গে আলোচনা করছিলাম। কিছু বিষয় পরিবর্তনের জন্য। তিনি আমার পয়েন্টগুলো যৌক্তিক বললেও এটি স্থায়ীভাবে করতে সময় চেয়েছিলেন। সেই বিষয়গুলো পরিবর্তন না হওয়ায় আমি চলে যাচ্ছি।’ ২০১৬ সালে স্মলিকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয় বাফুফে। মেয়াদ শেষ হওয়ার পর ২০১৯ সালে চলে যান তিনি। এক বছর পর আবারও তাকে দায়িত্বে ফেরায় বাফুফে। এই চুক্তিতে তার মেয়াদ ছিল আগামী বছরের আগস্ট পর্যন্ত। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ১৬ লাখ টাকা পারিশ্রমিক পেতেন ৫৬ বছর বয়সী স্মলি।

পূর্ববর্তী নিবন্ধ‘পঞ্চকবি বাংলা সাহিত্যের বাতিঘর’
পরবর্তী নিবন্ধউইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন ভন্দ্রোউসোভা