বাপার সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম

| সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ এগ্রোপ্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৩২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বনফুল অ্যান্ড কোং লিমিটেড এবং কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বনফুলকিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেবের জৈষ্ঠ পুত্র।

বাংলাদেশ এগ্রোপ্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৩২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর নেতৃত্বাধীন ঐক্য পরিষদ প্যানেল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেলের ১৫ সদস্যের সবাই জয়লাভ করেছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২০৯ জন। বাতিল হয়েছে চারটি ভোট। শহীদুল ইসলামের প্রাপ্ত ভোট ১৩৭টি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজ উন্নয়নে তরুণদের অগ্রণী ভূমিকা রয়েছে
পরবর্তী নিবন্ধবিএনপি নেতার হুমকির জবাব রাজপথে দেব