যুক্তরাষ্ট্রের কলোরাডোতে জন্মদিনের পার্টিতে হামলা চালিয়ে নিজের বান্ধবীসহ ছয় জনকে হত্যার পর আত্মহত্যা করেছেন হামলাকারী। স্থানীয় সময় রোববার প্রথম প্রহরে রাজ্যটির কলোরাডো স্প্রিংস এলাকার একটি মোবাইল হোম পার্কে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিডিনিউজের।
ওই পার্কের যে ট্রেইলারটিতে জন্মদিনের অনুষ্ঠানটি হচ্ছিল সেখানে থাকা শিশুরা হামলা থেকে রেহাই পেয়েছে। হামলাকারী আতঙ্কিত শিশুদের দিকে গুলি ছুড়েনি। এক বিবৃতিতে কলোরাডো স্প্রিংস পুলিশ বিভাগ বলেছে, সন্দেহভাজন নিহত নারীদের মধ্যে একজনের বন্ধু ছিল। সে গাড়ি চালিয়ে ওই পার্কে যাওয়ার পর হেঁটে ট্রেইলারের ভেতরে ঢুকে অনুষ্ঠানে উপস্থিত লোকজনের ওপর গুলি চালায় তারপর আত্মহত্যা করে। জন্মদিন পালনের জন্য পরিবারের সদস্যরা, বন্ধুরা ও শিশুরা ট্রেইলারের ভেতরে হাজির হওয়ার পর গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয় জনকে মৃত ও একজনকে গুরুতর আহত অবস্থায় পায়, আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। শেষ খবর পর্যন্ত হামলার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। শহরের দক্ষিণ অংশে কলোরাডো স্প্রিংস বিমানবন্দরের নিকটবর্তী এ মোবাইল হোম পার্কটিতে প্রায় ৪৭০টি ট্রেইলারে প্রধানত লাতিনো বাসিন্দারা বসবাস করেন। এলাকাটি ডেনভার থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। ট্রেইলার বাড়িটির কাছে একটি মোবাইল ক্রাইম ল্যাব এনে রেখেছে তারা। এখানে একটি শিশুকে নিয়ে প্রাপ্তবয়স্ক কয়েকজন দাঁড়িয়ে ছিলেন।