বান্দরবানের ৯টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ১১:৪৯ পূর্বাহ্ণ

বান্দরবানে লামা এবং নাইক্ষ্যংছড়ি দুটি উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটায় ৮১টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। তবে ২৫টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসাবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন অফিসের তথ্যমতে, ৯টি ইউনিয়নে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ১৮ জন ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৫ জন করে পুলিশ এবং ১৭ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিজিবি এবং র্যাব টহলে থাকবে।

লামা উপজেলায় ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ১৮ জন প্রার্থী এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২টি ইউনিয়নে লড়ছেন ৫ জন প্রার্থী। তবে লামা সদর, ফাইতং, ফাসিয়াখালী, আজিজনগর এবং দোছড়ি ইউনিয়নের ২৫টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসাবে চিহ্নিত করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার রেজাউল করীম জানান, অবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএম এ রশীদ স্মরণে নগর আ.লীগের সভা
পরবর্তী নিবন্ধহাতির আক্রমণে প্রাণ গেল স্কুলছাত্রী সিফার