বান্দরবান জেলায় দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকারের আমলে মামলা–হামলা নির্যাতনের শিকার বিএনপির ৭৫০ জন নেতাকর্মীকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাড়ে বারোটায় বান্দরবান হিলভিউ কনভেনশন হলরুমে জেলা বিএনপির আয়োজিত ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলায় দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকারের আমলে মামলা–হামলা নির্যাতনের শিকার হওয়া বিএনপির ৭৫০ জন নেতাকর্মীকে সম্মাননা ক্রেস্ট বিতরণ দেয়া হয়। তাদের মধ্যে অসুস্থ হয়ে মারা যাওয়া ৫ নেতাকর্মীর মায়ের হাতে ক্রেস্ট তুলে দেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্যাতিত জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মো: ওসমান গনি, মুজিবুর রশীদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, আমির হোসেন আমু, বিএনপিনেতা নাছির উদ্দীন চৌধুরী, খামলাই ম্রো প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, বিএনপি এখন ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে সারাদেশেই ঐক্যবদ্ধ। বিভাজন ভুলে ঐক্যবদ্ধ ভাবেই ধানের শীষ প্রতীক বিজয়ী করে জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
আজ অত্যন্ত আনন্দের দিন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকারের আমলে মামলা–হামলা নির্যাতনের শিকার হওয়া বিএনপির ৭৫০ জন নেতাকর্মীকে সম্মাননা আয়োজন করতে পেরেছি। ত্যাগীদের মূল্যায়ন কোনোভাবেই ভোলা যাবেনা। আন্দোলনে জুলুম নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীরাই হলো বিএনপির প্রাণ।












