বান্দরবানের রুমায় আফিমসহ ২ যুবক গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৪:০৩ অপরাহ্ণ

বান্দরবানে রুমায় আটশ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য আফিমসহ ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্যে ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৫ এপ্রিল) রাতে রুমা সদরের থানাপাড়া সেগুন বাগান এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

এরা হলেন- গ্রীরেন্দ্র ত্রিপুরা (৩৮) এবং ত্রিমথি ত্রিপুরা (৪৫)। এদের প্রথমজন রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ম্রংখ্যয়ং পাড়া মৃত বদলা ত্রিপুরার পুত্র। অপরজন রুমা সদর ইউনিয়নে সালেম পাড়া গ্রামের বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে রুমায় নিষিদ্ধ মাদকদ্রব্য আফিম চাষ এবং পাচারের সঙ্গে জড়িত একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ আফিম পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে সেগুন বাগান এলাকায় যোসেফ ত্রিপুরার বাড়ি থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়।

এদের দেহ তল্লাশি করে ৮ শত গ্রাম আফিম উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহরাওয়ার্দী জানান, শনিবার রাতে রুমা থানাপাড়া সেগুন বাগান এলাকার যোসেফ ত্রিপুরার বাড়ি থেকে আফিমসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবারও পাঁচ দিনের রিমান্ডে সন্ত্রাসী ছোট সাজ্জাদ
পরবর্তী নিবন্ধনিখোঁজের ১৩ ঘন্টা পর শঙ্খ নদে ভেসে উঠলো যুবকের লাশ