বান্দরবানের রাজবিলায় অগ্নিকাণ্ড পুড়ে গেছে ১৩ বসতঘর

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

বান্দরবানের রাজবিলায় আগুনে পাহাড়িদের ১৩টি বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার বিকালে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের মেওয়া পাড়া রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শুকনো পাতা পোড়ানোর আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছে।
রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যঅং প্রু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল আলম বলেন, রাবার বাগান এলাকায় আগুনে পাহাড়িদের ঘরবাড়ি পুড়ে গেছে।
শুকনো পাতা পোড়ানোর আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা সম্ভব নয়। তবে ১৩ টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ইয়াবা ব্যবসায়ীর সাজা
পরবর্তী নিবন্ধহালদায় অভিযানে ইঞ্জিনচালিত নৌকা জব্দ