বান্দরবানে ৫ম ধাপের ইউপি নির্বাচনে সদরের ৩টি ইউনিয়নে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বান্দরবান নির্বাচন কমিশন কার্যালয় অফিসে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দেন প্রার্থীরা। এদিকে ইউপি নির্বাচনে কুহালং, টংকাবতি ও সুয়ালকসহ তিনটি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা রয়েছে ২০ হাজার ১৫ জন, তারমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ১শ ৯৭ জন ও মহিলা ভোটার রয়েছে ৯ হাজার ৮শ ১৮ জন। জানা যায়, আগামী ৫ জানুয়ারি প্রথম বছরে শুরু হতে যাচ্ছে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এবারে ইউপি নির্বাচনে ৪নং সুয়ালক ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত ১ জন ও স্বতন্ত্র ১ জন, কুহালং ইউনিয়নে নৌকা মনোনিত ১ জন এবং টংকাবতী ইউনিয়নে নৌকায় আগ্রহী ২ জন, স্বতন্ত্র ১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।