বান্দরবানে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১১ জন

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বান্দরবানে অনলাইন ফি বাবদ ১২০ টাকা খরচে পুলিশে চাকরি পেলেন ১১ জন তরুণতরুণী। গতকাল শনিবার দুপুরে জেলা সদরের বালাঘাটা পুলিশ লাইন সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত নির্বাচিত ১১ জন তরুণতরুণীর নামের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেন। এ সময় তিনি পুলিশের টিআরসি পদে চূড়ান্ত নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন। এদিকে কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশি হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সুপারিশপ্রাপ্ত তরুণতরুণী।

পুলিশ সুপার বলেন, ১১টি পদের বিপরীতে বান্দরবানে ৩০২ জন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। ৩ দিন শারীরিক পরীক্ষা শেষে ৩০২ জনের মধ্যে ৮৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। পরে লিখিত পরীক্ষায় ৮৫ জন অংশগ্রহণ করে ১৯ জন উত্তীর্ণ হয়। শেষে মৌখিক পরীক্ষায় ১৯ জন থেকে ১১ জন উত্তীর্ণ হয়, যার মধ্যে মেধায় ১০ জন আর ক্ষুদ্র নৃগোষ্ঠি কোটায় ১ জন উত্তীর্ণ হয়। এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধডা: প্রবীর কুমারের হৃদরোগ বিষয়ক গ্রন্থ তৃতীয় সংস্করণ প্রকাশের সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত