বান্দরবানে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাঙ্গে ৪০ হাজার টাকা অর্থদণ্ড ও প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামির নাম মো. কামাল হোসেন (৪২)। গতকাল বুধবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুন পাল এই আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি লামা আজিজ নগর পূর্ব চাম্বী ডিগ্রিখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২২ বছর আগে কদর বানুর সঙ্গে ইসলামী শরিয়া মতে বিয়ে হয় কামাল হোসেনের। দুই ছেলেমেয়ে নিয়ে তাদের সংসার। এরই মধ্যে কামাল হোসেন অপর একটি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘরে তুলতে চাইলে বাধা দেয় কদর বানু। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী কদর বানু ও ছেলেকে মারধর করে বাড়ি থেকে রের করে দিলে কদর বানু বাবার বাড়ি এসে নিজে বাদি হয়ে লামা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হতে মুক্তি পেতে সে ভবিষ্যতে ভালো ব্যবহারের প্রতিশ্রুতি দিয়ে পুনরায় শশুর বাড়ি নিয়ে যায় কদরবানুকে। শশুর বাড়িতে থাকা অবস্থায় ফের ঝগড়া হলে স্বামী কদর বানুকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যান। এই ঘটনার পরদিন ২০১৯ সালের ২ নভেম্বর স্বামীর বাড়িতে ঘরের বাইরের আড়ের সাথে ঝুলন্ত অবস্থায় কদর বানুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কদর বানুর ভাই আকবর হোসেন বাদি হয়ে ওই দিন লামা থানায় হত্যা মামলা দায়েরের প্রেক্ষিতে আদালতে স্বাক্ষ্য প্রমাণে দোষী প্রমানিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের রায় রায় প্রদান করে।

রাষ্ট্র্র পক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনিত হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি কামাল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। একই সাথে ৪০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন। আসামি বর্তমানে বান্দরবান জেলা কারাগারে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচেঙ্গী নদীতে ভাসছিল কিশোরের মরদেহ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে পুড়েছে দুই দোকান