বান্দরবানের নবাগত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সাথে মতবিনিময় সভা করেছে সাংবাদিকরা। গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের তৃতীয় চোখ। চোখ এড়িয়ে যাওয়া বিষয়গুলো গণমাধ্যম তুলে ধরে। পর্যটন সম্ভাবনাময় বান্দরবানের সাংস্কৃতিক কৃষ্টি তুলে ধরতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম, সহকারী কমিশনার আইরিন আকতার, এনডিসি জাকির হোসেন, সহকারী কমিশনার রতন কুমার অধিকারী, সাংবাদিক অধ্যাপক মো. ওসমান গনি, বাদশা মিয়া মাস্টার, আমিনুল ইসলাম বাচ্চু, নাছিরুল আলম, কৌসিক দাসগুপ্ত, বাটিং মারমা, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, সেক্রেটারি মিনারুল হক, প্রেস ইউনিট জেলা সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার উপস্থিত ছিলেন।