বান্দরবানে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

বান্দরবানে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ আব্দুল্লাহ আনোয়ার। বান্দরবান সদরের বনরুপা পাড়া এলাকার ইসলামিয়া শিক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, ২ মার্চ রাত এগারোটার দিকে বান্দরবান ইসলামিয়া শিক্ষা কেন্দ্র মাদরাসার শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আনোয়ার মাদরাসার এক ছাত্রকে হোস্টেল থেকে শিক্ষকের রুমে নিয়ে যান। এর পর জোরপূর্বক বলৎকারের পর তাকে আটকে রেখে ভয়ভীতি দেখান। গতকাল রোববার সকালে শিশুটির বাবা মাদরাসায় পুত্রকে দেখতে গেলে শিশুটি সবকিছু খুলে বলে। পরে শিশুটির বাবা তার স্বজনদের বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ওই মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আনোয়ারকে গ্রেপ্তার করে।

শিশুটির বাবা জানান, ছেলেকে দেড় বছর আগে হেফজ পড়তে বনরুপা এলাকার ইসলামিয়া মাদরাসায় মাসিক বেতনের ভিত্তিতে আবাসিকে ভর্তি করান। এরই মধ্যে কয়েকবার তার ছেলেকে শিক্ষকরা বলৎকার করেছিল বলে জানালেও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার ভয়ে কাউকে কিছুই বলেননি। তবে এবার ধৈর্য্যের বাধ ভেঙে যাওয়ায় থানায় অভিযোগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, বলৎকারের শিকার শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে টেক্সিতে ট্রাকের ধাক্কা, কলেজছাত্র নিহত
পরবর্তী নিবন্ধ৫ বছর পর সেন্টমার্টিন উপকূলে ধরা পড়ল ঘোড়া মাছ!