বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজারকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

বান্দরবানে পর্যটন স্পট নীলাচল সড়কের একটি রিসোর্টের মালিক ও ম্যানেজারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতে ১০১২ জনের একটি সন্ত্রাসী দল নীলাচল এলাকায় মেঘদুয়ারি রিসোর্টের মালিক বাবু কর্মকার এবং ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এ ঘটনায় কারা জড়িত বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, সোমবার রাতে মালিক ও ম্যানেজার মোটরসাইকেল যোগে বান্দরবান শহরে থেকে নীলাচল সড়কের রিসোর্টে যাওয়ার সময়ে তাদের অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি সড়কের পাশে জঙ্গলে ফেলে যায়।

অপহৃত রিসোর্টের মালিকের ছোট ভাই রাজু কর্মকার বলেন, অপহরণকারীরা এখনো কোনো মুক্তিপণ দাবি করেনি পরিবারের কাছে। বেশ কিছুদিন থেকে রিসোর্টের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি গ্রুপ। আমরা পরিবারের পক্ষ থেকে আমার ভাইকে সুস্থ শরীরে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাচ্ছি।

বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। অপহৃতদের উদ্ধারে কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধনা ফেরার দেশে চবি ছাত্রদল নেতা আরিফ
পরবর্তী নিবন্ধসাড়ে ৭ বছর পর আসামি ডিউক গ্রেপ্তার