বান্দরবানে মোটরসাইকেল খাদে, পর্যটকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বান্দরবানের ডিম পাহাড় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম টিপু বড়ুয়া (২৮)। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার থানচিআলীকদম ডিম পাহাড় সড়কের ১৬ কিলোমিটার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল খাদে পড়ে যায়।

এতে এ ঘটনাস্থলেই এক পর্যটকের মৃত্যু হয়। নিহতের নাম টিপু বড়ুয়া (২৮)। তারবাড়ি চট্টগ্রামের চন্দনাইশের ফতেহ বড়ুয়া পাড়া এলাকায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির জানান, মোটরসাইকেল চালিয়ে থানচি থেকে আলীকদম যাবার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পরিবারের কাছে খবরটি জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদলের পারফরমেন্সে খুশি অধিনায়ক শান্ত
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল তিন বসতঘর ও দোকান