বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২২ জুন, ২০২৫ at ১১:৪২ পূর্বাহ্ণ

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে সৌরভ দে (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে জেলা শহরের রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকার অনুকূল ঠাকুর আশ্রমে এ ঘটনা ঘটে। নিহত যুবক বান্দরবানের বালাঘাটা এলাকার রতন দের ছেলে। তিনি পড়ালেখার পাশাপাশি একজন ইলেকট্রিশিয়ানের সহকারী হিসেবে কাজ করতেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, শহরের রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায় অনুকুল ঠাকুর আশ্রমে বিদ্যুতের কাজ করা সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় ওই যুবক। স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত যুবক পড়ালেখার পাশাপাশি একজন ইলেকট্রিশিয়ানের সহকারী হিসেবে কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার উপপরিদর্শক আবু নাসের জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌরভ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়ার পর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম গুজরা ইউনিয়নে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটি অনুমোদিত