বান্দরবানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে এগারোটায় বান্দরবান শহিদ আবু সাঈদ মুক্তমঞ্চে জেলা বিএনপির উদ্যোগে ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে আনুষ্ঠানিক শীতবস্ত্রের উপহার তুলে দেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যা চিং।
এসময় অন্যান্যদের মাঝে জেলা বিএনপির সহসভাপতি লুসাই মং, সাধারণ সম্পাদক মো জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, বিএনপিনেতা শাহাদাত হোসেন জনি, রিটল বিশ্বাস, সেলিম রেজা, জাফর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা বলেন, গণখুনি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। হাসিনা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। দেশবাসী এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত থাকতে হবে সকলকে। জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যা চিং বলেন, দীর্ঘ দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়।
রাষ্ট্রের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে এবং জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে অতিদ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া এখন সময়ের দাবি। এতে করে জনগণ নিজেদের ভোটাধিকার ফিরে পাবে। আর রাজনৈতিক ও নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় থাকলে দেশি–বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করা সহজ হবে।