বান্দরবানে ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে পদযাত্রা’ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেল তিনটায় বান্দরবান জেলা সদরে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এতে ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষারসহ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। অপরদিকে গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিংপ্রু জেরীর নেতৃত্বে আরেকটি গ্রুপ পৃথকভাবে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মুজিবুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আলী হায়দার বাবলু প্রমুখ।
জেলা বিএনপির কর্মসূচিতে শামসুজ্জমান দুদু বলেন, আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।











