বান্দরবানে বাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ৭:৪৯ পূর্বাহ্ণ

লামায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শফিউল কাদের (২৩)। তিনি উপজেলার সরই ইউনিয়নের প্রধান ঝিরি এলাকার মোহাম্মদ ইউনূসের পুত্র। গতকাল মঙ্গলবার সকালে লামা থানা পুলিশ তার লাশটি উদ্ধার করে।

ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা জানান, সোমবার রাত ১০টার দিকে গজালিয়া হয়ে আজিজনগর যাওয়ার কথা বলে দুই অজ্ঞাতনামা ব্যক্তি শফিউলের মোটরসাইকেল ভাড়া নেয়। পরে মঙ্গলবার সকালে রাবার বাগান এলাকায় মোটরসাইকেলের পাশে লাশ পড়ে থাকার খবর পাওয়ার পর পুলিশকে জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এবং কারা জড়িত বিষয়টি বের করতে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধকাঁঠালের জ্যাম আচার চিপসসহ ১২ পণ্য
পরবর্তী নিবন্ধদুই মাস সময় চেয়ে বাণিজ্যমন্ত্রীকে চেম্বার সভাপতির চিঠি